
ওয়ান এক্স বেট একটি রাশিয়ান অনলাইন জুয়া সংস্থা।
এটি 2007 সালে প্রতিষ্ঠিত হয় এবং সাইপ্রাসে নিবন্ধিত হয়।
ওয়ান এক্স বেটের মালিক সের্গেই কার্শকভ, রোমান সেমিওখিন, দিমিত্রি কাজোরিন।
বর্তমানে এই জুয়া সংস্থাটি ১৩৪ দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে।তার মধ্যে বাংলাদেশ অন্যতম।
দেশের প্রায় অধিকাংশ মানুষ এই জুয়ার নেশায় আসক্ত। কম সময়ে ধনী হওয়ার আকাঙ্ক্ষায় অনেকে আজ পথের ফকির।
ওয়ান এক্স বেট তাদের বাজার ধরে রাখতে প্রথম জমাকৃত টাকা দ্বিগুণ করে দেয়ার অফার করে,এরপর তাতে আকৃষ্ট হয়ে মানুষ টাকা ডিপোজিট করে।লেনদেনের জন্য বাংলাদেশের ডিজিটাল লেনদেনের সব সাইটগুলো ব্যাবহার করা হয় যেমন বিকাশ,নগদ,রকেট।
এছাড়া ওয়ানএক্স বেট বড় বড় ইউটিউবার সহ বিভিন্ন সেলিব্রেটিদের তাদের মার্কেটিং এর জন্য ব্যাবহার করে।
ওয়ান এক্সবেটে টাকা লাগিয়ে সর্বস্ব হারানো এক যুবক বলেন,”আমার আগে অনেক ভাল অবস্থান ছিল কিন্তু এই জুয়া খেলে আজ আমি পথের ফকির”।
২০২০ সালের আগস্টে, ব্রায়ান্স্ক অঞ্চলের তদন্ত কমিটি ওয়ান এক্সবেটের কথিত নির্মাতাদের নাম প্রকাশ করে।যুক্তরাজ্য তাদের আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকায় রেখেছে, তিনজনেরই সাইপ্রিয়টের নাগরিকত্ব রয়েছে।
২০১৮ সালে সানডে টাইমসের তদন্তে অবৈধ ওয়েবসাইটগুলিতে জড়িত থাকার কথা প্রকাশের পরে যুক্তরাজ্যের জুয়া কমিশন ( ইউকেজিসি ) তাদের লাইসেন্সটি তাৎক্ষণিকভাবে বাতিল করে দেয় ।
বাংলাদেশে এই অনলাইন জুয়ার আসর দিন দিন বাড়ছে এর ফলে অনেকে তার জীবনের শেষ পুজিটুকু হারিয়ে ফেলছে এবং টাকা আয়ের জন্য নানা রকম অপরাধে জড়িয়ে পরছে।