
করোনা প্রাদুর্ভাবের পর বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তাই প্রস্তুতিটা খারাপ হয়নি ক্রিকেটারদের। তবে টেস্টের প্রস্তুতিতে ঘাটতি থেকেই যাচ্ছে।
সেই ঘাটতি পোষাতে আপাতত দীর্ঘ পরিসরের ক্রিকেট আয়োজন নিয়ে কোনো আলোচনা নেই। এ অবস্থায় টেস্ট অধিনায়ক মুমিনুল হক আস্থা রাখছেন প্ল্যান ‘বি’-তে।
২০ জানুয়ারি শুরু হবে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম টেস্ট শুরু হবে ৩ ফেব্রুয়ারি। অর্থাৎ টেস্ট সিরিজ শুরু হতে এখনো বাকি প্রায় দেড় মাস।
অন্য কোনো সময় হলে বছরের এই সময়ে কিছু প্রথম শ্রেণির ম্যাচ খেলা হয়ে যেত ক্রিকেটারদের। হতো টেস্ট প্রস্তুতিও। করোনা পরিস্থিতিতে নানা বাস্তবতায় এখন সেটি হচ্ছে না।
কিন্তু বর্তমান বাস্তবতা মেনে টেস্ট অধিনায়ক বিকল্প উপায়েই প্রস্তুতি সারার কথা ভাবছেন। মুমিনুল হক বলছেন, ‘পরিস্থিতি স্বাভাবিক থাকলে হয়তো এত দিনে আমাদের এনসিএলের (জাতীয় ক্রিকেট লিগ) কিছু ম্যাচ খেলা হয়ে যেত। আপনারাও জানেন, এখন এ রকম কিছু আয়োজন করা কঠিন। কিন্তু সবকিছুরই একটি দ্বিতীয় বিকল্প থাকে। আমাদেরও সেভাবেই ভাবতে হবে।’
কি সেই দ্বিতীয় বিকল্প? মুমিনুল বলেন, ‘অনুশীলন ইনটেনসিটি বাড়াতে হবে। সাদা পোশাকেই ম্যাচ পরিস্থিতি তৈরি করে খেললে আমার মনে হয় প্রস্তুতি ঘাটতিও পুষিয়ে নেওয়া সম্ভব।’
মুমিনুল অবশ্য ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে যাচ্ছেন। দুবাই থেকে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে অস্ত্রোপচার করিয়ে এসেছেন। এখন চলছে পুনর্বাসন প্রক্রিয়া।