
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে লজ্জাজনকভাবে হেরেছে সফরকারী ভারত। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে ৮ উইকেটে ম্যাচ হারে টিম ইন্ডিয়া। ওই টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের অনেক বেশি রক্ষণাত্মক থাকতে দেখা গেছে। তাই সিরিজের বাকি ম্যাচগুলোতে, অস্ট্রেলিয়ার বোলারদের পাল্টা আক্রমণের টোটকা দিলেন ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।
ইউটিউব চ্যানেলে টেন্ডুলকার বলেন, ‘প্রথম টেস্টে অনেক বেশি রক্ষণাত্মক খেলেছে ভারতের ব্যাটসম্যানরা। কিন্তু অস্ট্রেলিয়ায় সাফল্য পেতে হলে আক্রমণাত্মক খেলতে হবে। তবেই সাফল্যের দেখা মিলবে।’
আক্রমণাত্মক খেলার কথা জানিয়ে অতীতে অস্ট্রেলিয়ার সফরের অভিজ্ঞতার কথা তুলে আনেন টেন্ডুলকার। তিনি বলেন, ‘১৯৮৭-৮৮ সালে আমি বল বয় ছিলাম। সেখান থেকে অস্ট্রেলিয়া সফর করার সুযোগ পাই। তখন অস্ট্রেলিয়া দলে দুর্দান্ত সব বোলার। ক্রেগ ম্যাকডারমট, মার্ভ হিউজ, মাইক হুইটনিদের মত বোলাররা আমাকে আউট করার জন্য সবকিছু করবে, এটি আমি ভালোই জানতাম। আর সেই চ্যালেঞ্জ সামলানোর জন্য আমি তৈরিও ছিলাম।’
ওই সফরে দল হিসেবে ভারত খারাপ খেললেও, টেন্ডুলকার দুটি সেঞ্চুরি করেন। কারণ রক্ষণাত্মক না হয়ে রান করার দিকে মনোযোগী ছিলেন তিনি। চলমান সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদেরও রানের দিকে মনোযোগী হতে বললেন টেন্ডুলকার।