
মাঠে ফিরতে যাচ্ছে ঘরোয়া ফুটবল মৌসুম। মঙ্গলবার প্রিমিয়ার লিগের ১৩ দল নিয়ে শুরু হবে ২০২০-২১ মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ।
আসরের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।
গত মার্চে করোনা প্রাদুর্ভাবের পর বাতিল করা হয় ২০১৯-২০ মৌসুম। বাতিল হওয়ার মৌসুমে শুধু মাত্র ফেডারেশন কাপই অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ বিরতির পর ধীরে ধীরে দেশের বিভিন্ন খেলা মাঠে ফিরেছে।
ফুটবলও ফিরেছে আগেই। জাতীয় দল এরই মধ্যে বিশ্বকাপ বাছাই ও দুটি প্রীতি ম্যাচ খেলেছে। স্কুল ফুটবল অনুষ্ঠিত হয়েছে। গত মৌসুমের মেয়েদের অসমাপ্ত লিগ শেষ হয়েছে কদিন আগে। তবে ঘরোয়া শীর্ষ প্রতিযোগিতা ফিরতে যাচ্ছে ফেড কাপের মধ্য দিয়েই।
করোনা পরিস্থিতিতে কঠোর নিময়ের মধ্যে দিয়ে আসরে অংশ নিতে হবে দলগুলোকে। ১৩ দলের সব ফুটবলার, কোচ, কর্মকর্তা, ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি, ম্যাচ কমিশনারদের ৭২ ঘণ্টা আগের কভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
ফেডারেশন কাপের বেশির ভাগ ম্যাচ অবশ্য মাঠে না এসেই উপভোগ করতে পারবেন দর্শকেরা। উদ্বোধনী ম্যাচসহ আসরের ২২ ম্যাচের ১৬টি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল।