
পঞ্চগড় অনলাইনে বিভিন্ন ভাবে আয় করে আত্মনির্ভশীল হওয়া ১৮ ফ্রিল্যান্সারকে দেয়া হয়েছে রাইজিং স্টার অ্যাওয়ার্ড। প্রথম বারের মতো অনলাইন উদ্যোক্তাদের উৎসাহ দিতে এই রাইজিং স্টার অ্যাওয়ার্ডের আয়োজন করে আজাদ কম্পিউটার নামে পঞ্চগড়ের একটি বেসরকারি প্রতিষ্ঠান।
রবিবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। এদের মধ্যে ১৫ জন ফ্রিল্যান্সার ও তিনটি ফ্রিল্যান্সিং করা প্রতিষ্ঠান রয়েছে। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, মারুফ হাসান আবির, হাজ্জাজ তানিন, মিজানুর রহমান, তানভির রহমান, আতকিয়া ফাইজা নিশাত, শুভ, হাসনাত সোহাগ, পারভেজ রেজা রিমন, আরিফুল ইসলাম, ফয়সাল আহমেদ, সাদিকা তাসনিম মৃদু, উমর ইবনে শহীদ, সজিব আহমেদ, নুজাফ নাঈম সৈকত, আল মামুন, মিডিয়াম আইটি, ডিএমসি ড্রিমার্স ও লাইন আর্ট গ্রাফিক্স। এদের প্রত্যেকের বাড়ি পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায়।
আয়োজকরা জানান, অনলাইনে ফ্রিল্যান্সিং করে নিজেদের ভাগ্য বদল করায় তাদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রতি বছর তারা এই ধারাবাহিকরা রক্ষা করবেন বলেও আশ্বাস দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, পঞ্চগড় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন কবির, রাশিয়ার মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটির রকেট কমপ্লেক্সস অ্যান্ড স্পেস সাইন্স বিভাগের শিক্ষার্থী শাহ জালাল জোনাক ও আজাদ কম্পিউটারের স্বত্ত্বাধিকারী জুনায়েদ হোসাইন আজাদ।