
পঞ্চগড়ে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে কাজলদিঘী কালিয়াগঞ্জ গ্রাজুয়েট ফোরাম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন । শুক্রবার (২২ জানুয়ারি ) সন্ধ্যায় জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া গ্রামে শতাধিক শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। স্থানীয় মান উন্নয়ন ক্লাবের সদস্যরা কম্বল বিতরনে সহযোগীতা করেন। রাজধানীর গর্বিত মায়ের পাঠশালা নামের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দুলাল চৌধুরীর অর্থায়নে এসব কম্বল বিতরন করা হয়। একইসাথে শীতার্তদের হাতে করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক তুলে দেওয়া হয়। এর আগে শীতবস্ত্র কম্বল বিতরন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন , সাধারন সম্পাদক আবুল বাশার বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, গ্রাজুয়েট ফোরামের সভাপতি সুবোধ রায় এবং শিক্ষক আলমগীর বক্তব্য প্রদান করে।
আয়োজকরা জানায় এই শীত মৌসুমে লস্করপাড়া ও আশে পাশের এলাকার শীতার্তরা শীতবস্ত্রের অভাবে দিনাতিপাত করছে। এই মানবিক দিক বিবেচনা করে শীতবস্ত্রের ব্যবস্থা করা হয়েছে। অতি দরিদ্র অসহায় ও দুস্থদের তালিকা করে শতাধিক শিতার্ত নারী পুরুষ ও বৃদ্ধদের কম্বল দেওয়া হয়েছে । তবে এই এলাকায় আরও শীতবস্ত্রের চাহিদা রয়েছে। শীতবস্ত্রের জন্য আমরা জেলার সরকারি ও বেসরকারি জায়গায় যোগাযোগ করছি । আশা করছি আগামিতে আমরা বাকি শিতার্ত নারী পুরুষদের মাঝে শীতবস্ত্র তুলে দিতে সক্ষম হবো।