
পঞ্চগড়ে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেছে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম। শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে জেলার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে শীতার্তদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়। এ সময় শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রধাণ এবং বিশেষ অতিথি হিসেবে সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হাসানুর রশিদ বাবু এবং বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের চেয়ারম্যান শাহ মুজিবুল হক এবং সাধারন সম্পাদক ডা. মাসুম হোসেন উপস্থিত ছিল। রংপুর বিভাগীয় আহ্বায়ক ক্যাডেট শাহজাহান সবুজ সহ দেশের বিভিন্ন জেলার ৪০ জন ক্যাডেট নারী ও পুরুষ উপস্থিত থেকে কম্বল বিতরনে সহযোগীতা করে। পাঁচ শতাধিক শিতার্তদের হাতে এসব কম্বল বিতরন করা হয়। পূর্ব থেকেই তালিকা তৈরি করা হয় শীতার্তদের । সদর উপজেলার বিভিন্ন বয়সের নারী পুরুষরা লাইনে দাঁড়িয়ে থাকে। বিশেষ করে পৌরসভা এলাকার বৃদ্ধরা পেয়েছেন কম্বল। ইয়ূথ ক্যাডেটরা পাঁচ শতাধিক নারী পুরুষরা স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড় করিয়ে দেয়। প্রথমে স্টেডিয়ামের গ্যালারিতে শীতার্তদের বসানো হয়।
কম্বল বিতরনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনটির চেয়ারম্যান শাহ মুজিবুল হক বলেন আমরা চেস্টা করছি সারাদেশের যে কোন প্রাকৃতিক দূর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর । পঞ্চগড় জেলায় শীতের তীব্রতা বেশি থাকে এবং এই জেলায় বিরাট অংকের জনগোষ্ঠি শিতার্ত অসহায় । এজন্য আমরা শীতবস্ত্র বিতরনের জন্য পঞ্চগড় জেলাকে বেছে নিয়েছি। করোনা কালেও আমরা ইয়ূথ ক্যাডেট ফোরামের পক্ষে ত্রান সহায়তা দেশের বিভিন্ন জেলায় প্রদান করা হয়েছে। আমাদের আজকের এই শীতবস্ত্র বিতরনে আমাদের সহযোগীতা করেছেন ইয়ূথ ক্যাডেট ফোরামের উপদেষ্টা কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহার উদ্দিন।
প্রত্যেকটি শিতার্ত ব্যাক্তিকে প্রথমে মাস্ক বিতরন করা হয় এরপর স্বাস্থ্য বিধি মেনে তাদের মাঝে কম্বল বিতরন করা হয়। কম্বল পেয়ে শীতার্ত বৃদ্ধ নারী পুরুষরাও খুশি। শীত বস্ত্র বিতরনে ইয়ূথ ক্যাডেট সহ বিএনসিসি সদস্যরা সহযোগীতা করে।