
রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি এবং জামায়াত নামে যে রাজনৈতিক দলগুলো যাদের একমাত্র অস্ত্র হলো সহিংসতা, যাদের একমাত্র অস্ত্র হলো ষড়যন্ত্র, যাদের একমাত্র অস্ত্র হলো মানুষকে বিভ্রান্ত করা। সেই শক্তি এখনো সক্রিয়। বিভিন্ন রকম অসত্য খবর পরিবশেন করার মধ্য দিয়ে এই সমাজকে আবার অশ্লীল করার চেষ্টা করছে, এসমস্ত অপপ্রচার। সেই শক্তি এখনো সক্রিয় হচ্ছে।
অন্যদিকে শেখ হাসিনার নেতৃত্বে আজকে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে উন্নয়ন এবং অগ্রগতির যে ধারা সেই ধারাকে সারা বাংলাদেশে আওয়ামীলীগ সব সময় দেশ গড়ার কাজে দায়িত্ব দিয়ে সাধারণ মানুষের পাশে থেকে সব সময় দায়িত্ব পালন করেছে।
তিনি বৃহস্পতিবার ২৮ নভেম্বরদুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার অলদীনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা আশা করি যে স্লোগান প্রধানমন্ত্রী দিয়েছেন ১০ বছর আমাদের দল ক্ষমতায় অনেক সুবিধা ভোগি নেতা-কর্মী বিভিন্ন দল থেকে যাতে আমাদের দলে ঢুকে পড়ে জনগণ থেকে আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।
দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ,স,ম নুরুজ্জামান এর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্বাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ মির্জা সারোয়ার হোসেন,দেবীগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসনাৎ জামান চৌধুরী জর্জ প্রমুখ।
ত্রি-বার্ষিক সম্মেলনে দেবীগঞ্জ উপজেলার আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।