
নীলফামারী জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ডোমারের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা উপজেলার সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি সমাজ সেবক জনাব সাহিদ আহম্মদ সান্তু। গত ২৭ ডিসেম্বর কেন্দ্রিয় আওয়ামী লীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়। সাবেক ছাত্রনেতা সান্তু দীর্ঘদিন থেকে ডোমারে অসহায় মানুষদের পাশে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছেন। এলাকার মানুষের সুখেঃদুখে তিনি সব সময় তাদের পাশে থেকে তাদের সহযোগীতা করে যাচ্ছেন। সোনারায় ইউনিয়নের খাটুরিয়া গ্রামে এক সভ্রান্ত রাজনৈতিক পরিবারে তার জন্ম। পারিবারিকভাবে আওয়ামী রাজনীতির সাথে তারা জরিত। তার বাবা মরহুম আব্দুস সালাম এলাকায় বিশিষ্ট সমাজ সেবক ছিলেন। ছাত্র রাজনীতির পাশাপাশি সান্তু খেলাধুলার সাথে জড়িত ছিলেন। বর্তমানে তিনি সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বশীল ভাবে কাজ করে যাচ্ছেন।
সান্তু বলেন, তাকে জেলা কমিটির সদস্য নির্বাচিত করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নীলফামারীর সাংসদ সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুর ও নীলফামারী-১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,যতদিন বেচে থাকবো ততদিন মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাবো। উল্লেখ্য গত ২৭ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটিতে ডোমার থেকে উদিয়মান তরুন নেতা হিসেবে পুরুষদের মধ্যে শুধুমাত্র সাহিদ আহম্মেদ সান্তু সদস্য নির্বাচিত হন।