
বই উৎসব উপলক্ষে নীলফামারীর সদর উপজেলার এ.আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিকভাবে স্বাস্থাবিধি মেনে বই বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (০৫ জানুয়ারী) সকালে এ.আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ চত্বরে বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে এ.আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ (রউফুল) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবীব, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক সরকার, জেলা প্রশাসকের সহধর্মীনী ফাতেহা শিরিন চৌধুরী। বই বিতরণ শেষে প্রধান অতিথির হাতে ক্রেষ্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন এ.আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ (রউফুল) ও বিশেষ অতিথিদের হাতে ক্রেষ্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন প্রতিষ্ঠানের শিক্ষকেরা। এর আগে অনুষ্ঠানের অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।