
দিনাজপুর জেলার বিরল উপজেলার তিনটি ইউনিয়নে বিএমজেড ও নেটজ বাংলাদেশের অর্থায়নে আশ্রয় -রিয়্যালাইজ প্রকল্পের উদ্যোগে কোভিড-১৯ প্রাদুর্ভাব ও অভাবকালীন সময়ে প্রকল্প উপকারভোগীদের মোট ৬১৬জনকে জর“রীখাদ্য সহায়তা হিসেবে ২৫কেজি চাল,২লিটার সয়াবিন তেল,২কেজি মসুর ডাল,১কেজি চিনি,২টি লাইফবয় সাবান ও তিনটি করে মাস্ক বিতরন করেন।
বিএমজেড ও নেটজ বাংলাদেশের অর্থায়নে আশ্রয় রিয়্যালাইজ প্রকল্প রাজশাহী’র আয়োজনে দিনাজপুর জেলার বিরল উপজেলার আশ্রয় প্রকল্প কার্যালয় এর আয়োজনে বিরল উপজেলার ৫নং ইউনিয়নের সুখদেবপুরে ৩৩০জনকে,৩নং ধামইর ইউনিয়নের উওর রবিপুরে ১৫৭জনকে এবং একই দিন বিকাল ৩টায় ৭নং বিজোড়া ইউনিয়নের সংগত পাড়ার ১২৯ জন উপকারভোগী সহ সর্বোমোট ৬১৬জনকে উপরোক্ত জর“রী খাদ্য সহায়তা প্রদান করেন।
উপকারভোগীদের মাঝে জরীরী খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইউনুস আলী,৫নং বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মার“ফ হোসেন,৩নং ধামইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুসলিম উদ্দীন,৭নং বিজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন আশ্রয় প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কেরিনা সরেন,অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা শেফালী রানী,অত্র প্রতিষ্ঠানের অ্যাডমিন এ্যাসিসটেন্ট সানাউল ইসলাম,এডুকেশন অর্গানাইজার বৃষ্টি আরা,কেয়ার দেব শর্মা,সুনীল সুর“জ্জামান,সুজয় সিরাজও শিউলী বেগম।
উপকার ভোগীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান এর সার্বিক মনিটরিং এর দায়িত্ব পালন করেন নিহার রঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য আমন্ত্রিত অথিতি বৃন্দের মধ্যে উপস্তিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকতা জয়ন্ত কুমার মন্ডল,সীনজিদা শারমিন,চৈতন্য রায়,আবু বক্কর সিদ্দিক সহ আরো অনেকে।
তবে আশ্রয় রিয়্যালাইজ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কেরিনা সরেন জানান অত্র প্রকল্পের আওতায় বর্তমানে বিরলে সর্বোমোট ১১৬৫জন উপকারভোগীদের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা প্রদান করা হবে।