
রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী
ইউনিয়নের চেয়ারম্যান ছামছুল আলমের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউপি সদস্য, সদস্যারা মানববন্ধন করেছে। সোমবার দুপুরে উক্ত ইউনিয়ন পরিষদেরসামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য সাইফুল ইসলাম, মধু মিয়া, মোরশেদা বেগম, সেলিনা বেগম ও আব্দুর রশিদ মিয়া। বক্তারা বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান ছামছুল আলম ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত টিআর, কাবিখা সহ
বিভিন্ন অনুদানের টাকা কোন প্রকার রেজুলেশন ছাড়াই উত্তোলন পূর্বক আত্মসাৎ করেছেন। বর্তমান করোনা কালীন সময়ে সরকার প্রদত্ব বিভিন্ন অনুদান ও শীতার্তদের জন্য কম্বল বরাদ্দ হলেও তা তিনি নিজ বাড়িতে নিয়ে যান। তিনি বিভিন্ন রাস্তার গাছ বিক্রির প্রায় অর্ধ কোটি টাকার ২০ শতাংশ প্রায় ১০ লক্ষ টাকা ইউপি সদস্যদের সঙ্গে আলোচনা না করে উত্তোলন পূর্বক আত্মসাৎ
করেছেন। এছাড়া ইউপি সদস্য, সদস্যাদের প্রায় ৪৩ মাসের বকেয়া বেতন প্রদানে অস্বীকৃতি জানিয়েছেন। এ নিয়ে সংশ্লিষ্ঠ দপ্তরে লিখিত অভিযোগও দায়ের করেছেন ভুক্তভোগিরা। কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এ মানববন্ধনের আয়োজন করে সুবিধা বঞ্চিত