
রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেছেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণই ছিলো বাঙ্গালীর স্বাধীনতা অর্জনের মূল প্রেরনা।
গতকাল রোববার সন্ধ্যায় পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় ও তার সভাপতিত্বে সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজ মাঠে অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ই মার্চ ও এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের
চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন হিসেবে বক্তব্য রাখেন- রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন,পীরগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি এড. আজিজুর রহমনা রাঙ্গা, সাধারন সম্পাদক পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক সাংবাদিক সুলতান আহমেদ সোনা,পীরগঞ্জ উপজেলা জাসদের সভাপতি মীর মোহাম্মদ আলী মানিক, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম
রীনাসহ পীরগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। শেষে পীরগঞ্জ পুলিশের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন করা হয়।