
মানবতার সেবক মিলন মেলা ২০২১ উদ্বোধন হয়েছে। ২৬ ফেব্রুয়ারী (শুক্রবার) রংপুর জিলা স্কুল অডিটোরিয়ামে দিনব্যাপী এ সেবক মিলনমেলার উদ্বোধন করেন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জিএম সৈকত।
দিনব্যাপী সেবক মিলনমেলার প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশন এর মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
সভাপতিত্ব করেন মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি নাসরিন নাজ। স্বাগত বক্তব্য রাখেন মানবতার সেবক মিলনমেলা ২০২১ আহবায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী। অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মানবতার সেবক সম্মাননা প্রদান করা হয়। মিলনমেলায় রংপুর বিভাগের ৮ জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে অভিনয় শিল্পী ও কুশলি এবং মানবতার সেবকগণ অংশ নেন৷