
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকার বৃহস্পতিবার বিকেল ৫ টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আসিব আহসান এর সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনীর প্রতিনিধি, পুলিশবাহিনীর প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, উদ্যোক্তাগণসহ অন্যান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ম্যারাথনে অংশগ্রহণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে।