
রংপুরে বেদে পল্লীর বাসিন্দাদের পাশে দাঁড়ালো জেলা প্রশাসন। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে রংপুর নগরের দমদমায় বেদে পল্লীতে কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক আসিব আহসান বেদে পল্লীর বাসিন্দাদের হাতে কম্বল তুলে দেন। এসময় রেড ক্রিসেন্টের ভলেন্টিয়াররা কম্বল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।
এসময় বেদে পল্লীতে থাকা এক বাসিন্দা বলেন, “রাতে শীতের কারণে যখন ঘুম আসছিল না, তখন স্যার আমাদের কাছে কম্বল নিয়ে হাজির হয়েছেন। রাতের আঁধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল দেয়ায় জন্য ডিসি স্যারকে ধন্যবাদ।”
এসময় রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান বলেন, “শীতে শীতার্ত মানুষের পাশে রয়েছে রংপুর জেলা প্রশাসন। শীতার্ত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রংপুর জেলার জন্য বরাদ্দকৃত ৫১,৬০০ কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমেও কম্বল বিতরণ করা হয়েছে । তিনি আরোও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল নিয়ে প্রকৃত দুস্থ শীতার্তদের পাশে থাকার জন্যই জেলা প্রশাসনের আজকের এই প্রয়াস।”