
রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের সদস্য, দৈনিক ভোরের দর্পন ও বায়ান্নর আলো পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম রিংকু (৪৭) আর নেই। তার মৃত্যুতে সাংবাদিক মহলসহ সুধীজন শোক প্রকাশ করেছেন। তিনি গতকাল রোববার ভোরে তার উপজেলাস্থ বাসভবনে হার্ড এ্যাটাক হলে দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর তাকে তার গ্রামের বাড়ী পীরগঞ্জ ইউনিয়নের লালদিঘী ফতেপুর মিয়া বাড়ীতে নেয়ার পর গতকাল বিকেল সাড়ে ৫টায় নামাজে জানাযা শেষে তার পিতা আবুল কাশেমের কবরের পাশে তাকে দাফন করা হয়। তার নামাজে জানায় পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, রংপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছায়াদত হোসেন বকুলসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকার, সম্পাদক এটিএম মাজহারুল আলম মিলনসহ সকল পর্যায়ের সাংবাদিক, গ্রামবাসী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি মা- ১ ভাই, ৫ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ সিনিয়র সাংবাদিক আব্দুল্যাহেল বাকী বাবলু, গোলাম কবির বিলু, সরোয়ার জাহান, হাসান আলী প্রধান, ডিএম হাকিম, বখতিয়ার রহমান, রেজাউল করিম, মশফিকুর রহমান পল্টন, অমিতাব বর্মন, মাহমুদুল হাসান, মামুনুর রশিদ মেরাজুল, মিনহাজুল মিলন, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, শিল্প উদ্যোক্তা সিরাজুল ইসলাম সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম রুবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান, সম্পাদক কামরুল হাসান জুয়েল গভীর শোক প্রকাশ করে শোক শন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।