
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এইচ টি ইমাম গুরুতর অসুস্থ। বেশ কিছু দিন ধরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।
বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। এইচ টি ইমামের ব্যক্তিগত সহকারী আবু বকর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে আওয়ামী লীগের একটি সূত্র জানায়, মঙ্গলবার (০২ মার্চ) থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বর্তমানে তার অবস্থা গুরুতর।
এ বিষয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবীর কাউসার বলেন, তিনি কিছু দিন ধরে সিএমএইচে ভর্তি। মঙ্গলবার থেকে ওনার শরীরিক অবস্থা আরও খারাপ হয়।
এইচ টি ইমাম কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। ৭ ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।