
প্রথমবারের মত দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের ১১ এপ্রিল ৷ গত ৩ মার্চ (বুধবার) তফসিল ঘোষণার পর রমরমা ভাব ছড়িয়ে পড়েছে পৌরসভার চায়ের দোকান থেকে পাড়া-মহল্লার অলিতে গলিতে ৷
একুশের শুরুতে জানা যায় এবছরে হবে দেবীগঞ্জ পৌর নির্বাচন ৷ তখন থেকে রাজনৈতিক দলগুলোর সক্রিয় অনেক সদস্য মেয়র পদে দোয়াপ্রার্থী ৷ অসংখ্য দোয়াপ্রার্থীর মধ্যে উচ্চ শিক্ষিত,পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ,ত্যাগী,নিবেদিত প্রাণ,তরুণ আইনজীবী ও নেতা হিসেবে পৌরবাসীর কাছে আলাদা গ্রহণযোগ্যতা লাভ করেছেন আব্দে ওয়াহিদ আল ওয়াহিদি ৷ সামান্য প্রচারণায় পৌরসভার মানুষদের মুখে মুখে ওয়াহিদি’র নাম ৷
তফসিল ঘোষণার পূর্বেই অধিকাংশের কাছে গ্রহনযোগ্যতা লাভ করেছেন আব্দে ওয়াহিদ ৷
মূলত ব্যক্তি ইমেজ,পারিবারিক ঐতিহ্য,সামাজিক পরিচিতি,আর্থিক সচ্ছলতা,উচ্চ শিক্ষা,অনন্য গুনের কারনেই জনগনের আকর্ষন কাড়তে সক্ষম হয়েছেন তিনি ৷
আব্দে ওয়াহিদ আল ওয়াহিদি সম্পর্কে দেবীগঞ্জ উপজেলার একজন প্রবীণ নেতা বলেন-একজন যোগ্য মেয়র’র যে সকল গুণ থাকা প্রয়োজন তার সবক’টি ওয়াহিদ এর মাঝে রয়েছে ৷ তার সবচাইতে বড় সক্ষমতা অল্পতে মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারে ৷ মানুষের মনে জায়গা করে নিতে পারে সহজে ৷ আমি তাকে ছোট বেলা থেকে চিনি ৷ সে যদি কোন অপরিচিত মানুষের সাথে মিনিট দশেক কথা বলার সুযোগ পায় তাহলে সেই মানুষটির মনে সে জায়গা করে নিবে ৷ একদিকে সে তরুণ অন্যদিকে যোগ্য ৷ তাই আসন্ন পৌর নির্বাচনে সে যদি দলীয় প্রতীক নৌকা পায় তাহলে অবাক হওয়ার কিছু নেই ৷
একজন বলেন- আমি বিশ্বাস করি আব্দে ওয়াহিদ মনোনয়ন পাবে এবং দেবীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হবেন ৷
দেবীগঞ্জের রাজনীতি সচেতন ব্যক্তিদের মধ্যে একজন বলেন- ওযাহিদ তরুণ হলেও আমরা অনেক আগে থেকে দেখে এসেছি সে স্বচ্ছ রাজনীতি করতে পছন্দ করে ৷ তার মাঝে কোন অহংকার কখনো পরিলক্ষিত হয়নি ৷ আরেকটি বিষয় হলো তাকে যেভাবে মানুষ তাকে গ্রহন করেছে তারই পরিপ্রেক্ষিতে বলা যায় দলীয় প্রতীক সে পাবে ৷ কারন মাঠ পর্যায়ে যার জনপ্রিয়তা বেশি থাকবে দল অবশ্যই তাকেই মনোনয়ন দিবে ৷
নির্বাচন বিষয়ে আল ওয়াহিদি বলেন-আসন্ন দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করার ইচ্ছে প্রকাশ করে নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া ও সার্বিক সহযোগীতা চেয়েছি ৷ মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য৷
”দলীয় প্রতীক পেতে কতটুকু আশাবাদী” এমন প্রশ্নের জবাবে তিনি বলেন-আমি স্কুল জীবন থেকে ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলাম ৷ শিক্ষা জীবন শেষে স্বেচ্ছাসেবক লীগের একজন সদস্য হয়ে সর্বোপরি চেষ্ঠা করেছি দেবীগঞ্জের মানুষদের সাহায্য সহযোগিতা করতে ৷ আমার পেশাগত দিক দিয়েও সার্বিক সহযোগিতার ধারা অব্যাহত রেখেছি ৷ আমি কতটুকু করেছি,কতটুকু করিনি তা বিচার করবে সাধারন মানুষ ৷ আমার দিক থেকে শতভাগ আশাবাদী নির্বাচনে আমি দলীয় প্রতীক নৌকা মার্কা পাবো ৷
”নির্বাচনে বিজয়ী হলে দেবীগঞ্জ পৌরসভার উন্নয়নে কি ধরনের ব্যবস্থা গ্রহন করবেন” এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন- সর্বোচ্চ চেষ্ঠা থাকবে উন্নয়ন করার ৷ সঠিক পরিচালনার মাধ্যমে দেবীগঞ্জকে আধুনিক পৌরসভাতে রূপান্তরের আপ্রাণ চেষ্ঠা থাকবে ৷ পৌরসভার অভ্যন্তরে যেসকল দূর্ঘটনা প্রবণ জায়গা আছে তা নিয়ে কাজ করবো ৷ রাতের পৌরসভাকে বৈদ্যুতিক আলোতে আলোকিত করার ব্যবস্থা করবো ৷ অসহায়-দুস্থদের সাহায্য সহযোগিতার ধারা চলমান থাকবে এবং বেকারদের জন্য নতুন কর্মসংস্থান তৈরী করবো ইনশাআল্লাহ ৷ দেবীগঞ্জ পৌরসভার অভ্যন্তরে শিশুশ্রম স্থায়ী ভাবে বন্ধ করার ব্যবস্থা করবো ৷
পৌরসভার প্রতিটি পাড়ার যুবকদের খেলাধুলায় ফিরিয়ে আনতে সার্বিক সহযোগিতা করবো৷
প্রতিটি ওষুধের দোকানে আমার মোবাইল নাম্বার দিয়ে দিবো এবং তাদের অবগত করবো কোন অসহায় মানুষ যদি টাকার ওভাবে ওষুধ ক্রয় করতে না পারে তারা যেন আমাকে ফোন করে ৷ আমি নিজ দায়িত্বে টাকা পরিশোধ করবো ৷ এছাড়া আরও অনেক পরিকল্পনা রয়েছে যা নির্বাচনী ইশতেহারে প্রকাশ করবো ৷
দেবীগঞ্জ সুশীল সমাজের অভিমত আওয়ামী-লীগ এর মনোনয়ন পেলে আব্দে ওয়াহিদ আল ওয়াহিদি’র এর বিজয়ের পথ অনেকটা সুগম হবে ৷