
ছবি: বিচিত্র
দিনাজপুরের চিরিরবন্দরে ঘুঘুড়াতলী মোড় থেকে একটি বিরল প্রজাতির মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার দুপুরে উপজেলার ঘুঘুড়াতলী মোড় থেকে বিক্রির সময় ৩৫ কেজি ওজনের এই আধাপচা মাছটি জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান।
স্থানীয় ভাষায় মাছটিকে খাকিলা মাছ বলা হয় বলে জানাগেছে। এ সময় মাছ বিক্রেতা মাছটি রেখে পালিয়ে যায়। পরে ৩৫ কেজি ওজনের মাছটি জব্দ করে মাটির নিজে পুতে রাখা হয়।