
“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব। ” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে খুলনার ডুমুরিয়া উপজেলায় মানববন্ধন করেছে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতাধীন পল্লীসমাজ। বৃহস্পতিবার ৪মার্চ সকাল ১১টায় উপজেলার গুটুদিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে পল্লীসমাজ এ মানববন্ধনের আয়োজন করে।
গুটুদিয়া ইউনিয়নের ইউসিএফ সভাপ্রধান অর্চনা ফৌজদার এর সভাপতিত্বে আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন পল্লীসমাজের নের্তৃ তহমিনা বেগম, মন্জু রানী, আছমা বেগম, মুনমুন বসাক, অন্যন্যা সদস্য বৃন্দ এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ফিল্ড অর্গানাইজার মিঠু রানী বিশ্বাস। এসময় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারী হটলাইন ব্যবহার সম্পর্কে প্রচার প্রচারনা নিয়ে মানববন্ধন করা হয়।