সৈয়দপুরে মানবিক সাহায্য সংস্থার ১৪৫তম শাখা উদ্বোধন
নীলফামারীর সৈয়দপুরে মানবিক সাহায্য সংস্থার ১৪৫তম শাখা উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ( ৫ জানুয়ারি) ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শাখাটির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ। এই শাখাটি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারী এন্টারপ্রাইজ (এমএসএমই) হিসাবে কাজ করবে।
এ উপলক্ষে শাখা কার্যালয় বঙ্গবন্ধু সড়কে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মুনাওয়ার রেজা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, জেলা পরিষদ সদস্য
আব্দুল গফুর সরকার, বাঙালিপুর ইউপি চেয়ারম্যান প্রণোবেশ বাগচী, প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক ট্রেজারার যথাক্রমে মোসলেম উদ্দিন ঢালি ও এস এম আকরাম হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ৫ জন ঋনগ্রহিতাকে ২৫ লাখ টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবিক সাহায্য সংস্থার সহকারী পরিচালক আব্দুর রহমান। পরে অতিথিদ্বয় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে সংংস্থাটি ১৯৭৪ ইং সাল থেকে হতদরিদ্রদের ভাগ্য উন্নয়নে ও ভাগ্য পরিবর্তনে কাজ করে আসছে। এর মধ্যে স্বল্প সুদে ঋণ প্রদান,বিনামূল্যে চিকিৎসা সেবা,বিশুদ্ধ পানি,স্যানিটেশন,গৃহ নিমাণ,শিক্ষা বৃত্তিসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে আসছে।