এছাড়া এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টচার্য্য বিপিএম, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, পুনাক নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক নাদিয়া আক্তার জাহান সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের সহধর্মীনীগণ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) রংপুর রেঞ্জের সভাপতি মধুছন্দা ভট্টচার্য্য বলেন, শীতে শীতবস্ত্রের অভাবে অনেক মানুষ কষ্টে রাত কাটায়। আর শীতে করোনার প্রার্দুভাব বৃদ্ধি পাবার আশঙ্কা রয়েছে। তাই আমরা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র দেওয়ার মাধ্যমে শীতের উষ্ণতা দেওয়ার চেষ্টা করেছি।
পুনাক নীলফামারী জেলা শাখার সভাপতি তাসমিয়া জান্নাত বলেন, সমাজের বিত্তবানদের যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানো প্রয়োজন। বিত্তবানদের একটু সহায়তায় হয়তো শীতার্তরা উষ্ণতার ছোয়া পাবে।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শেষে সেখানেই পুলিশ লাইন্স একাডেমির বই উৎসবের বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টচার্য্য বিপিএম।