জলঢাকায় বগুলাগাড়ি কেতুর বাজার যুবসমাজের আয়োজনে দিনব্যাপী খেলাধুলা

নীলফামারীর জলঢাকায় বগুলাগাড়ি কেতুর বাজার যুবসমাজের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন রকম খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মধ্যে ছিল গ্রামের ঐতিহ্যবাহী লাঠি খেলা,কলাগাছ খেলা,নারীদের বালিশ খেলা,বয়স্কদের ঘোড়া দৌড়,বালিকাদের রশি খেলা,বালক বালিকাদের ঘোড়া দৌড়, মোরগ যুদ্ধ ও মন মাতানো নিত্য প্রতিযোগিতা ইত্যাদি। অনুষ্ঠানে কেতুর বাজার যুব সমাজের আহবায়ক মিলন হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পৌরসভা ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম রব্বানী এর সভাপতিত্বে প্রধান ছিলেন পৌর মেয়র ফাহমিদ ফায়সাল কমেট চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ১,২ ও ৩ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আফরোজা হাফিজ,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন,৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে দোয়া প্রার্থীবৃন্দ সহ স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ ও যুবক প্রমূখ। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। খেলায় সভাপতি কাউন্সিলর প্রার্থী গোলাম রব্বানী বলেন,আমি এই এলাকারই সন্তান। প্রতি বছর এমাঠে এরকম খেলার আয়োজন করা হবে। আমি এই এলাকার সন্তান হিসেবে আসন্ন পৌরসভা নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের কাছে দোয়া ও একটি করে ভোট কামনা করছি। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
