টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত তিনটি ইনিংসে ৫০ পেরিয়েছেন ফাওয়াদ আলম। তিনবারই পঞ্চাশের ইনিংসকে পরিণত করেছেন সেঞ্চুরিতে। যার সবশেষটি করলেন আজ করাচি ন্যাশনাল স্টেডিয়ামে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে। তিনটি ফিফটি করে তিনটিতেই সেঞ্চুরি করা প্রথম পাকিস্তানি ক্রিকেটার হলেন ফাওয়াদ। তবে নিজের প্রথম ছয়টি ফিফটিকেই সেঞ্চুরিতে পরিণত করার বিশ্বরেকর্ডটা নিজের করে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের গ্রেট জর্জ হ্যাডলি। প্রথম দিন শেষে ধুঁকছিল পাকিস্তান। ২৭ রানে ৪ উইকেট হারিয়ে নিজেদের বোলারদের কৃতিত্বটাকে হয়তো ম্লানই মনে হচ্ছিল তাদের কাছে। আবিদ আলী, ইমরান বাট আর অধিনায়ক বাবর আজম ফিরে যান, সঙ্গে নাইটওয়াচম্যান শাহিন শাহ
বিস্তারিত...