পানি না থাকায় তিস্তা নদীর প্রায় ১৩০ কিলোমিটার জুড়ে এখন ধু ধু বালু চর। ভারতের একতরফা শাসন নীতির কবলে পড়ে বসস্তেই যৌবন হারিয়ে মরতে বসেছে এক কালের প্রমত্তা তিস্তা। নদী পাড়ে নেই মাঝি-মাল্লা আর জেলেদের হাঁক-ডাক।প্রায় অকেজো দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ।নদীর মূল গতিপথ এখন বালুর স্তুপ। বর্ষা মৌসুমে তিস্তা সেচ প্রকল্প ‘তিস্তা ব্যারাজ’ রক্ষায় খুলে দেয়া হয় ৫২টি জল কপাট। এতে ব্যারাজের আশপাশের বাসিন্দাসহ ভাটিতে থাকা লাখ লাখ মানুষ হয়ে পড়ে পানিবন্দি। নদী ভাঙনে বসতভিটাসহ সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয় তিস্তা পাড়ের মানুষ। আশ্রয় নেয় বাঁধের ধারে কেউ বা অন্যের জমিতে। পক্ষান্তরে প্রতি বছরেই বন্যার পর কয়েক মাসের ব্যবধানে সেই প্রমত্তা
বিস্তারিত...