
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ইং উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ। ঢাকার আশুলিয়া দত্তপাড়ায় কেন্দ্রে রক্তের গ্রুপ নির্ণয় করে দিছে তারা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত শেষ হয়।
এ বিষয়ে স্বপ্নবাজের প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিমুল ইসলাম বলেন, “বেলা ১০ থেকে ৪ টা পর্যন্ত প্রায় ১০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করেছে স্বপ্নবাজ।রক্ত দিয়ে বাংলা ভাষা পেয়েছি, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি একটা দেশ। সেই শহীদদের স্মৃতি হৃদয়ে লালন করা উচিত এই প্রজন্মকে। তবে দেশ এগিয়ে যাবে, সমাজ বদলে যাবে।”
দত্তপাড়া ঘুরে দেখা যায়, রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি আগত ব্যক্তিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্বপ্নবাজ। উচ্চতা অনুসারে কার ওজন কতটুকু হওয়া উচিত তা-ও জানিয়ে দিচ্ছেন সংগঠনটির কর্মীরা। একইসঙ্গে রক্ত দেয়ার প্রয়োজনীয়তা সম্পর্কেও সবাইকে সচেতন করছেন তারা।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্য আদিল হোসাইন, ইসতিয়াক আহম্মেদ, মাহামুদুর ইসলাম শাকিল, ওসমান গণি, রবিউল ইসলাম জনি ও আলমগীর হোসাইন,ওবায়দুর রহমান ফাহাদ, সুদীপ্ত চৌধুরী দীপ, কাজী মিজান, স্বপন শেখ, মাহামুদুল হাসান, মোঃ শাহরুখ,মনির হোসেন প্রমুখ।
এ কর্মসূচির আগে স্বপ্নবাজের পক্ষ থেকে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।