
ব্রোকারেজ হাউজ ক্রেস্ট সিকিউরিটিজের চেয়ারম্যান শহীদ উল্লাহর বিরুদ্ধে বিনিয়োগকারীদের ৬৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিক অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব পেয়েছেন।
দুদকের অভিযোগে বলা হয়েছে, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ ও অন্যদের বিরুদ্ধে বিনিয়োগকারীদের ৬৫ কোটি ৩২ লাখ ৩৭ হাজার ৪৭৪ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। গত অক্টোবরের শেষের দিকে অভিযোগটি নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এরই মধ্যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বিভিন্ন ব্যাংক ও দফতর থেকে অভিযোগ সংশ্লিষ্ট বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেছেন অনুসন্ধান কর্মকর্তা।
সম্প্রতি ঢাকার পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ ক্রেস্ট সিকিউরিটিজ গুটিয়ে মালিক শহিদুল্লাহ লাপাত্তা হয়ে যান। এতে বিপাকে পড়েন ব্রোকারেজ হাউজটির মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা। করোনাভাইরাস মহামারীর সঙ্কটকালে তাদের শেয়ার ও অর্থ আটকে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন গ্রাহকেরা। তাদের দায়ের করা মামলায় লক্ষ্মীপুর-নোয়াখালী সীমান্ত এলাকা থেকে শহিদুল্লাহকে সস্ত্রীক গ্রেফতার করা হয়।