
আজ অনেকদিন পর
লিখতে বসলাম,
চেয়ার- টেবিল,কলম আর অগোছালো
ডায়েরির সাথে নতুন প্রেম।
আচ্ছা তোমার কি মনে পড়ে
সেই প্রথম দেখা হওয়ার কথা।
আমার কিন্তু বেশ মনে পড়ে,
জানো তোমার দেওয়া গোলাপের
সুবাস আজও পাই সর্বত্র । তোমার মনে পড়ে আমার অগোছালো
এলোমেলো চুলে তুমি কিসের গন্ধ নিতে,
আমি বলতাম এই স্বপ্ন দেখছো।
তুমি বলতে, আমার চলে নাকি তুমি
হাসনা হেনার গন্ধ পাও।
জানো আমি সেই মেয়ে,
যে কালো আকাশ মাথায় নিয়ে-
ছাতা হয়ে থাকতাম।
আমি সেই মেয়ে, যে উওপ্ত রোদে
ছাদ হয়ে ঢাল হতাম।
আমি সেই মেয়ে, যে তোমার জন্য
নিজস্বতা হারিয়ে
তোমার মতো করে গড়ে তুলেছিলাম।
আমি সেই মেয়ে, যে তোমার জন্যই
জানতে পেরেছি কোন রংঙের শাড়িতে
কোন রংঙের টিপে নিজেকে –
তুলে ধরবো তোমার হৃদ মাঝারে।
ধ্যাত এতদিন পর লিখতে বসে
এসব আসছে কেন ? কেন আসছে
তুমি তো বেশ ভালোই আছো
সুপ্রিয়া কে নিয়ে।
আচ্ছা তবু খুব জানতে ইচ্ছে করছে
সুপ্রিয়া কি তোমায় আমার চেয়েও
অনেক বেশি ভালবাসে।
কোন দিন দেখা হলে
বলবে তো আমায়,
ও একি ভাবছি, তোমার সাথে কি
দেখা হবে আমার।
অপেক্ষায় প্রতীক্ষায় সেই আমি ???
দেবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার।