
এত টাকা যদি না-ই খেতে পারি, বেঁচে থাকবার কী মানে!
গরিবের দেশে থাকবো না আর, দেশ ছেড়ে যাবো বিমানে।
কত দুর্নীতি, লুটপাট শেষে চড়েছি টাকার পাহাড়ে
সব না খেতেই ফুরাবে সময়, মরে যাবো নাকি, আহা রে!
মাস্তির দিন, হবে না রঙিন, সব খেয়ে যাবে করোনা?
না না তা কি হয়, ভুল নিশ্চয়, গরিবের দল মরো না!
মহামারী নয় অনাহারে মরো, আমরা থাকিবো আয়েশে
আমরা ডুবিবো মদিরার রঙে, নাচিবো মনের খায়েশে।
তোমরা মরিবে ন্যায়-নীতি নিয়ে, মরিবে গরিবি আবেগে
টাকার পাখায় দিয়েছি উড়াল- আমাদের আর পাবে কে!
নাগাল পাবে না যাবতীয় আইন, নাগাল পাবে না করোনা
দেখে দেখে সব জ্বলে-পুড়ে মরো, যা পারো তাই করো না!
মোদের মৃত্যু যেন-তেন নয়, দেখে নিয়ো সব খবরে
মরি যদি তাও, মরিবো কি ফাও? টাকা নিয়ে যাবো কবরে!