
থিম সং
শিক্ষার- বীজ বুনে প্রতিদিন এই খানে।
জীবনের স্বপ্নকে করে আরো রঙিন এই খানে।
আলোকিত করে যেই জীবন,
সেতো এই জীবনের মাঝে রয়।
এই আমাদের লুধুয়া উচ্চ বিদ্যালয়।
এই আমাদের আদর্শ শিক্ষালয়।।
জীবনকে গড়তেই সম্মূখে আগুয়ান।
ভুলে যেতে হয় শত পিছুটান।
আদর্শ- শিক্ষায় জীবন
সেতো মানুষের মাঝে বেঁচে রয়।
জীবনের জয়গান মিলনেই উচ্ছাস।
মিলে মিশে গাঁথি স্বপ্ন বিলাশ।
ভালবেসে রাখা যে অবদান
ক্ষনে ক্ষনে সেই কথা মনে হয়।
রবিউল আউয়াল।
মতলব উত্তর, চাঁদপুর।
০১৯১৬৬৪৩৬০৭