

দিনে ভর্তি পরীক্ষা, রাতে ফল
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি রংপুরের কন্ঠকে জানাতে ই-মেইল করুন- news.rangpurerkantho@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ঢাকার সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর), ১ম শিফট ‘এ’ ইউনিট সকাল ৯টা থেকে ১০টা, ২য় শিফট ‘বি’ ইউনিট বেলা ১১টা থেকে ১২টা, ৩য় শিফট ‘সি’ ইউনিট বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ দিকে রাতেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সকল ইউনিটের ফল প্রকাশ করা হয়।
ওই দিন সকালে ভর্তি পরীক্ষা শুরুর আগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান। এছাড়াও কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিচালক মো. কামাল হোসেন ও কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা। আরও পরিদর্শন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রুস্তম আলী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীম আল রাজী, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মফিজ উদ্দিন আহমেদ ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
উপাচার্য জানান, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জালিয়াতির বিরুদ্ধে কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ছিল। ভর্তি পরীক্ষায় সার্বিকভাবে সহযোগিতা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা।’
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়টির চারটি অনুষদের অধীনে পাঁচটি বিভাগে ১৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭ হাজার ৪৬৮ জন। এতে প্রতি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নিয়েছেন প্রায় ৫০ জন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার বিজ্ঞান অনুষদের অধীন গণিত বিভাগ, প্রকৌশল অনুষদের অধীন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগ, বিজনেস স্টাডিজ অনুষদের অধীন ম্যানেজমেন্ট বিভাগ ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন সমাজকর্ম বিভাগের প্রতিটিতে ৩০টি করে আসনে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।