

বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি রংপুরের কন্ঠকে জানাতে ই-মেইল করুন- news.rangpurerkantho@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্ত ছিটমহলে দাসিয়ারছড়ায় গম ও ভুট্রা ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তির কৃষক প্রশিক্ষণ ও কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
দাসিয়ারছড়ার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার সকালে দাসিয়ারছড়া রিসোর্স সেন্টারে ৩০ জন কৃষককে প্রশিক্ষণ শেষে বারি গম ২৫ ও ৩২৮ জাত লাগনোর জন্য ত্রিশ বিঘা জমিতে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক ডিএডিসি কর্মকর্তা আব্দুল জলিল সরকার লালমনির হাট,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রখ্যাত গবেষক ও বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ ড: আব্দুল আউয়াল ,মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ গম ও ভুট্রা গবেশণা ইনস্টিটিউট নাশিপুর দিনাজপুর।
আর উপস্থিত ছিলেন,আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন মৃত্তিকা বিজ্ঞানী ড: বদরুজ্জামান,ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমানসহ ফুলবাড়ী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহিনসহ আর অনেকে।